টেকনাফের রাজারছড়ায় মাদকাসক্ত এক সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

রাশেদ মাহমুদ, টেকনাফ :
টেকনাফে নুরুল আলম (২৭) নামে এক সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় নিজ বাড়ির আঙ্গিনায় সুপারী গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেন থানার উপপরিদর্শক জয়নাল আবেদীন। সে ওই এলাকার মৃত নুর আহমদের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত নুরুল আলম ইয়াবাসক্ত ছিল। ইয়াবা ত্যাগ করার জন্য সে তাবলিগ জামাতে গিয়ে সপ্তাহখানেক আগে বাড়িতে আসে। আবারও তাবলিগ জামাতে যাওয়ার জন্য কথাবার্তা হচ্ছিল।

সোমবার রাতে এশার নামাজের কথা বলে সে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ী ফিরেনি। ভোরে সুপারী গাছের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় মেম্বার-চেয়ারম্যানকে অবহিত করে বাড়ির লোকজন। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা যায় নি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন খান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে।