টেকনাফের বিএনপি নেতা সাংবাদিক আবদুস সালাম প্রতারণা মামলায় কারাগারে

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বিশেষ প্রতিবেদক : কক্সবাজার হতে প্রকাশিত দৈনিক ইনানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইফতেখার উদ্দীন চৌধুরীর দায়েরকৃত একটি প্রতারণা (সি.আর.নং-৪১৯/২০১৬, ধারা-৪০৬/৪২০ দন্ডবিধি) মামলায় টেকনাফ পৌর বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক বাংলাভিশন, বাংলাদেশ প্রতিদিনের টেকনাফ প্রতিনিধি, টেকনাফ পৌর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবদুস সালাম (৩৭) কে কারাগারে পাঠিয়েছে আদালত।

১৯ জুন (বুধবার) সাংবাদিক আবদুস ছালাম বিচারাধীন কক্সবাজারের বিজ্ঞ ২য় যুগ্ন দায়রা জজ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

আদালতের বিচারক উক্ত জামিন আবেদন নামঞ্জুর করে বিএনপি নেতা সালামকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

বাদীর আইনজীবি এড. সৈয়দ আলম আব্দুস সালামকে কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে মামলার বাদী দৈনিক ইনানী সম্পাদক ইফতেখার উদ্দীন চৌধুরী জানান, পত্রিকার প্রতিনিধি থাকাকালীন সম্পর্কের সূত্র ধরে আব্দুস সালাম টেকনাফে লবণ মাঠ ইজারা নিয়ে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে লিখিত ডকুমেন্টের মাধ্যমে ১ লাখ ৫৮ হাজার টাকা গ্রহন করেন। এর আগে তাকে একটি চেক প্রদান করি যা টাকা প্রদানের পর ফেরত দেওয়ার কথা থাকলেও সে চেক ও টাকা কোনটি ফেরত না দিয়ে উল্টো আদালতে আমার বিরুদ্ধে মামলা দায়ের করে আমার সম্মানহানি করে। তৎপ্রেক্ষিতে আমি আদালতের শরণাপন্ন হলে আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করে। দীর্ঘদিন পলাতক থাকার পর আদালতে হাজির হলে তাকে কারাগারে প্রেরন করেন।