টেকনাফ টুডে ডেস্ক:চট্টগ্রামের সীতাকুণ্ডে এক হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।গ্রেপ্তার তছলিমা বেগম (২৪) টেকনাফের মোচানী শরণার্থী শিবিরের বাসিন্দা মো. হামিদ হোসেনের স্ত্রী। তার শরণার্থী নম্বর ইউএনএইচসিআর ৫৪১৫৪।
সোমবার সকালে সীতাকুণ্ডের ঘোড়ামারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি লেগুনায় তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আহসান হাবীব।
তিনি বলেন,সকালে হাইওয়ে পুলিশের একটি দল উপজেলার ঘোড়ামারা ইউনিয়নের সোনা মিয়া ড্রাইভার বাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট করে।
এসময় সীতাকুণ্ডগামী একটি লেগুনা থেকে তছলিমাকে আটক করে তল্লাশি করা হয়। এসময় তার কোমরে ছোট ছোট প্যাকেটে রাখা এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তছলিমা সকালে টেকনাফ থেকে চট্টগ্রাম এসে তিন বছর বয়সী শিশুকে নিয়ে সীতাকুণ্ডের দিকে যাচ্ছিলেন বলে জানান পুলিশ কর্মকর্তা আহসান হাবীব। তছলিমার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।
সুত্র:বিডি নিউজ টুয়েন্টি ফোর ডটকম.