টেকনাফের এক ব্যক্তি র‌্যাবের হাতে নিষিদ্ধ এম্পিটামিনসহ আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

ফরিদুল আলম : কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে নিষিদ্ধ পণ্য ইয়াবাসহ টেকনাফের একজনকে আটক করেছে।
সুত্র জানায়, গত ৫জুলাই রাত সাড়ে ৯টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে পালংখালী বাজারে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে টেকনাফ বাহারছড়া উত্তর পাড়ার মোঃ হাসানের পুত্র জাহাঙ্গীর আলম (২৭) কে একটি পলিথিন ব্যাগসহ আটক করে। উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ব্যাগটি তল্লাশী করে ৭হাজার ৯শ ৫০পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, জব্দকৃত নিষিদ্ধ মাদক ইয়াবাসহ ধৃতকে সংশ্লিষ্ট মামলায় উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে। ###