নিজস্ব প্রতিবেদক, উখিয়া :
টেকনাফ লেদার ইয়াবা সুন্দরী হালিমা অবশেষে ৭ হাজার ৯শ পিচ ইয়াবা সহ মরিচ্যা যৌথ চেকপোস্টে আটক হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) সকাল ৯টার দিকে কক্সবাজারগামী যাত্রীবাহী স্পেশাল সার্ভিস বাসে তল্লাশী চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসের যাত্রী হালিমাকে আটক করে মরিচ্যা যৌথ চেকপোস্টের দায়িত্বরত জওয়ানরা।
পরে তার শরীরে তল্লাশী চালিয়ে ৭ হাজার ৯শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
৩৪ বিজিবি মরিচ্যা যৌথ চেকপোস্টের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান ধৃত পাচারকারীকে রামু থানায় সোপর্দ করে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, টেকনাফের সদর ইউপি মেম্বার আব্দুল হামিদের স্ত্রী ও হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা গ্রামের জাফর আলমের মেয়ে। জানা গেছে ইতিমধ্যে হালিমার কয়েক স্বামী বদল হয়। প্রথম স্বামীর ঘরের তার ৩ সন্তান রয়েছে।
তার সর্বশেষ স্বামী টেকনাফ সদর ইউপি মেম্বার আব্দূল হামিদ। ৪/৫ বছর আগে হামিদকে বিয়ে করার পর সে গোদারবিল ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় স্বামীর সাথে বসবাস করতো। তখন থেকে সে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইয়াবা ব্যবসায়ীর তালিকায় আব্দুল হামিদের নাম রয়েছে।
বেশ কিছুদিন যাবৎ সে পিতৃলয় পূর্ব লেদায় বসবাস করে আসছিল। হালিমা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে এই ইয়াবাগুলো সে লেদার জনৈক আবসার কামালের কাছ থেকে কিনে বিক্রির জন্য কক্সবাজার নিয়ে যাচ্ছিল।
ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজারে এই ইয়াবা সুন্দরীর বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে বলে জানা গেছে।