টেকনাফের আলহাজ্ব নুরুল হুদাকে উন্নত চিকিৎসার জন্য ভারত অথবা সিঙ্গাপুর যেতে ছাড়পত্র: দোয়া কামনা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

নুরুল হোসাইন, টেকনাফ :
টেকনাফের বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল হুদাকে উন্নত চিকিৎসার জন্য ভারত অথবা সিঙ্গাপুর নিয়ে যেতে পরামর্শ দিয়েছেন ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
তিনি বেশ কিছুদিন হার্টের সমস্যায় ভোগছিলেন, গত এক সপ্তাহ আগে তিনি ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের কর্তৃপক্ষ ভারত অথবা সিঙ্গাপুর নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। আগামী সপ্তাহের মধ্যে তিনি ভারত অথবা সিঙ্গাপুর যাত্রা করবেন।

এজন্য তিনি টেকনাফবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি, টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্যসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন।