টেকনাফকে ভিক্ষুকমুক্ত করণে সভা অনুষ্ঠিত ; আড়াইশ ভিক্ষুকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

জসিম উদ্দিন টিপু : টেকনাফকে ভিক্ষুকমুক্ত করণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে ২৫ ডিসেম্বর দুপুরে উপজেলা মিলনায়তনে এক সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহজাহান আলী। সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আবুল মনসুরসহ প্রশাসনের কর্মকর্তা এবং ভিক্ষুকরা উপস্থিত ছিলেন। টেকনাফকে ভিক্ষুকমুক্ত করণে প্রকৃত ভিক্ষুক যাছাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। শেষে উপস্থিত আড়াইশ ভিক্ষুকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এদিকে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভিক্ষুকসহ স্থানীয় সচেতনমহল। শীত বস্ত্র পাওয়ায় ভিক্ষুকদের মাঝে আনন্দ দেখা দিয়েছে।#