ঝিনাইদহে বিএনপির ৬ শতাধিক নেতাকর্মী আ.লীগে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির ছয় শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে শৈলকুপা পৌরসভার সাতগাছি গ্রামে এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা।

অনুষ্ঠানে শৈলকুপা পৌরসভার ৪নং ওয়ার্ডের সাতগাছি গ্রামের পুরাতন পাড়া, নতুনপাড়া, স্কুলপাড়া ও হাজামপাড়া থেকে ছয় শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করে। এদের মধ্যে রয়েছে বিএনপি নেতা সাবেক কমিশনার গোলাম মোস্তফা বাদশা, ওহাব মোল্লা, ফজলুর রহমান, মতিয়ার মোল্লা, রফিকুল ইসলাম, গালিম প্রমুখ।

বিএনপির সাবেক এমপি শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওহাবের কয়েকজন আত্মীয়-স্বজনও আওয়ামী লীগে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

যোগদান অনুষ্ঠান শেষে এক ভোজসভার আয়োজন করা হয়।