জেলা বিএনপির সদস্য মাষ্টার জাকের হোছাইন চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

ফরিদুল আলম : টেকনাফ উপজেলা জিয়া পরিষদের উদ্যোগে জেলা বিএনপির সদস্য মাষ্টার জাকের হোছাইন চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে টেকনাফ উপজেলা ও জেলা রাজনীতিতে মরহুম মাষ্টার জাকের হোছাইন চৌধুরীর অবদানের কথা স্মরণ করে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে জেলা বিএনপির সভাপতি আলহাজ¦ শাহজাহান চৌধুরী বলেন, বর্তমানে দেশে জাতীয়তাবাদী রাজনীতিতে চরম দুঃসময় চলছে। মরহুম জাকের হোছাইন চৌধুরীর আর্দশ অনুসরণ করে দলীয় নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবারো রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ট করা সহজ হবে। তাই দলীয় কোন্দল ও মতভেদের উর্ধ্বে উঠে সবাইকে দলের স্বার্থে কাজ করার আহবান জানানো হয়।
২২জানুয়ারী (শুক্রবার) বিকাল ৩টায় টেকনাফ উপজেলার হ্নীলা পূর্ব সিকদার পাড়া মাষ্টার মরহুম জাকের হোছাইন চৌধুরীর বাড়িতে স্মরণ সভার আয়োজন করা হয়। হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির আহবায়ক আলী আহমদ মেম্বারের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ¦ শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য জালাল উদ্দিন চৌধুরী, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, উপজেলা শ্রমিক দলের সভাপতি হোছাইন মুহাম্মদ আনিম, টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম ওসমান গণি, সদস্য সচিব এডভোকেট রশিদুল আলম চৌধুরী, বিএনপি নেতা আলহাজ¦ দিলদার আহমদ মেম্বার ও উপজেলা জিয়া পরিষদের সভাপতি মুরাদ হোসেন চৌধুরী প্রমুখ।
এছাড়া উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। স্মরণ সভা শেষে মরহুম মাষ্টার জাকের হোছাইন চৌধুরীর আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রীতিভোজের করা হয়। ####