প্রেস বিজ্ঞপ্তি : আগামী ২০ জুলাই অনুষ্ঠিতব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে কক্সবাজার জেলা বিএনপি। রোববার বিকাল ৪টায় জেলা বিএনপির কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ইউসুফ বদরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নূরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, কোষাধ্যক্ষ মোঃ আবদুল্লাহ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ, জেলা বিএনপির- সহ-সাংগঠনিক সম্পাদক এম. মোকতার আহমদ, জেলা যুবদলের সভাপতি এড. সৈয়দ আহমদ উজ্জল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এড. মোঃ ইউনুছ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমীর আলী, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাসেদুল হক রাসেল ও সাবেক সাধারণ সম্পাদক এড. মনির উদ্দীন, জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব মোস্তফা কামাল, সদর উপজেলা যুবদলের সভাপতি ফরিদুল আলম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোমায়রা বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক আবছার কামাল, জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন, যুগ্ম-সম্পাদক মিজানুল করিম, শহর যুবদলের সাধারণ সম্পাদক মাস্টার জসিম উদ্দীন, শহর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক ওবায়দুল হক মুন্না, যুগ্ম-আহŸায়ক নূরুল আবছার, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন, আইন কলেজ ছাত্রদলের আহŸায়ক আবু তাহের মিজবাহ, যুগ্ম-আহŸায়ক মিজবাহ উদ্দীন, কক্সবাজার কলেজ ছাত্রদলের আহŸায়ক আবদুল হামিদ খান, সদস্য সচিব সালমান বাপ্পী, কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান সিকদার, সাধারণ সম্পাদক আল আসিফ, সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা শাহেদ, যুগ্ম-সম্পাদক সাদ্দাম হোসেন, রামু উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছানা উল্লাহ সেলিম, মহিলা দল নেত্রী ফরিদা আরা বেগম, নাছিমা আকতার ও রাহেনা।
প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন মহাসমাবেশ সফল করার আহŸান জানিয়ে লুৎফুর রহমান কাজল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া গণতন্ত্র, বাকস্বাধীনতা, আইনী শাসন ফিরে পাওয়া যাবে না। ক্ষমতায় ঠিকে থাকার জন্য বর্তমান সরকার খালেজা জিয়াকে অন্যায়ভাবে জেলে আটকে রেখেছে। এটা করতে গিয়ে সরকার দেশবাসীর সব মৌলিক হরণ করে চলেছে। তাই খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে তরান্বিত করতে হবে।’
তিনি আরো বলেন, ‘খালেদা জিয়াকে বন্দী রাখা মানে, গণতন্ত্রকে বেঁধে রাখা। তিনি মুক্ত থাকলে দেশে ভোটচুরির নির্বাচন হতে পারবে না। তাই আগামী ২০ জুলাইয়ের বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে তার মুক্তি আন্দোলন জোরদার করতে হবে।’