জিনিয়ার ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি লাভ

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

মাহবুব নেওয়াজ মুন্না, সাবরাং : সদ্যপ্রকাশিত প্রাথমিক বৃত্তি ২০১৭ ফলাফলে টেকনাফ উপজেলাধীন সাবরাং ইউনিয়নস্থ নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে সাফা জাহেদ জিনিয়া। তার রোল নং- ২৫২০। ইতিপূর্বে জিনিয়া প্রাথমিক সমাপনী পরীক্ষা ২০১৭ ফলাফলে জিপিএ-৫ অর্জন করেছিল। সে সাবরাং ইউনিয়নের ঝিনাপাড়ার বাসিন্দা টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সদস্য জাহেদ হোসাইন কালা ও ছারা খাতুনের কন্যা, কাদের ডেকোরেটার্সের সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী কাদের হোসাইন ও হামিদ হোসাইনের ভাতিজি, গর্জনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সনজিদা বেগম ও সাবরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সাজেদা বেগম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমির হোসাইনের ছোট বোন। ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করায় সে নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল আহমদ ও সহকারি শিক্ষিকাবৃন্দ এবং গৃহশিক্ষক উদয় শেখর দত্তের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। বর্তমানে জিনিয়া নয়াপাড়া আলহাজ্ব নবী হোসাইন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত। সে ভবিষ্যতে ডাক্তার হতে আগ্রহী। তাই সে সকলের প্রতি দোয়াপ্রার্থী।