জালিয়াত চক্রের হাত থেকে খাস জমি উদ্ধারের নির্দেশ

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক:জালিয়াত চক্রের হাত থেকে খাসজমি উদ্ধারের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। তিনি বলেন,জালিয়াত চক্র যতই শক্তিশালীই হোক, কৃষি খাস জমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের মাঝে তা দেয়া হবে। এ সময় ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সকল ভয়ভীতির ঊর্ধ্বে থেকে রাষ্টীয় কাজ পরিচালনা করার আহ্বান জানান তিনি।
বুধবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় কৃষি খাসজমি ব্যবস্থাপনা নির্বাহী কমিটির ৩৩তম সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এ নির্দেশ দেন।
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, সংসদ সদস্য মো. হাবিবর রহমান ও আবু জাহির, ভূমি সচিব আবদুল জলিল, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহুরুল হক, সাত বিভাগের বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
ভূমিমন্ত্রী বলেন, দেশের মানুষ এখন সহজেই নামজারি, জমাভাগ, ভূমি উন্নয়ন কর, জমির নকশা ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে পারছে। সারাদেশে জীর্ণশীর্ণ ভূমি অফিসগুলোর আধুনিকায়ন অবকাঠামোর উন্নয়ন কাজ চলছে। কৃষি, অকৃষি, জলাভূমি, বনভূমি, পাহাড়, শিল্পাঞ্চলে ভাগ করে ল্যান্ড জোনিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে গৃহহীনদের জন্য খাসজমিতে ঘর নির্মাণ করে তাদের পুনর্বাসন ও ভূমিহীনদের খাস জমি প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, গৃহহীনদের জন্য গৃহের ব্যবস্থা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজ সেবকদের সঙ্গে আলোচনার মাধ্যমে গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
উল্লেখ্য, দেশব্যাপী কৃষি খাসজমি বরাদ্দ সম্পর্কে নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ, কৃষি খাসজমি বরাদ্দ ও ব্যবস্থাপনার অগ্রগতি মূল্যায়ন এবং কৃষি খাসজমি চিহ্নিত ও বরাদ্দ সংক্রান্ত বিভিন্ন অঞ্চলে উদ্ভূত সমস্যা সমাধানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় কৃষি খাসজমি ব্যবস্থাপনা নির্বাহী কমিটি গঠন করা হয়। সারাদেশে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ৮৪ হাজার ৭৩টি ভূমিহীন পরিবারকে ৪১ হাজার ৭০৫ একর কৃষি খাসজমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে।