জাদিমোরা ক্যাম্প হতে ৩টি চোরাই গরু উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

ফরিদুল আলম : হ্নীলা ২৭নং জাদিমোরা ক্যাম্প হতে ৩টি চোরাই গরু উদ্ধার করেছে ১৬এপিবিএন সদস্যরা। তা প্রকৃত মালিকের নিকট ফেরত দেওয়ার জন্য জমা রাখা হয়েছে।
সুত্র জানায়,৩০আগষ্ট ভোররাত সাড়ে ৩টারদিকে ২৭নং জাদিমোরা ক্যাম্পের ব্লক এ/১২ এর রোহিঙ্গা কবর স্থানের সামনের রাস্তা দিয়ে ৩টি চোরাই গরু নিয়ে যাওয়ার পথে দ্ায়িত্বরত ১৬এপিবিএন সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে গরু ৩টি ফেলে চোর চক্রের সদস্যরা পালিয়ে যায়। গরু ৩টি উদ্ধার করে ২৭নং ক্যাম্পের ব্লক-এ/১ এর বাসিন্দা হাফেজ বদরে আলমের পুত্র হেড মাঝি মোঃ নুর (৩২) এর জিম্মায় রাখা হয়েছে।
১৬এপিবিএন অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান,উপযুক্ত প্রমান সাপেক্ষে প্রকৃত মালিক সনাক্তপূর্বক গরুগুলো মালিকের জিম্মায় প্রদানের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ###