বিশেষ প্রতিবেদক : হ্নীলা জাদিমোরা ২৭নং রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারী, একাধিক মামলার পলাতক আসামী এবং হাবিব উল্লাহ বাহিনীর প্রধান হাবিবুল্লাহ গ্রেফতার করেছে।
সুত্র জানায়,৩১জুলাই দুপুর দেড়টারদিকে জাদিমোরা ২৭নং ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে ব্লক-সি/২ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে হ্নীলা ৯নং ওয়ার্ডের জুম্মাপাড়ার মৃত কালা চানের পুত্র, মাদক সম্রাট, একাধিক মামলার আসামী এবং হাবিব উল্লাহ বাহিনীর প্রধান হাবিবুল্লাহ (৩২) কে গ্রেফতার করে।
কক্সবাজার ১৬এপিবিএন অধিনায়ক এসপি মো: তারিকুল ইসলাম তারিক জানান,আটক আসামীকে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###
