এম.জিয়াবুল হক,চকরিয়া : বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি (রেজি নং ঢাকা ৭৭৬) চকরিয়া উপজেলা শাখার আয়োজনে গতকাল ৮ ডিসেম্বর সকালে চকরিয়াস্থ আইসিডিডিআরবি মিলনায়তনে সাংগঠনিক ও সংস্কারমূলক ধর্মীয় আলোচনা সভা পবিত্র গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্টানের শুভ উদ্ভোধন করেন চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী তপন কান্তি দাশ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি শ্রী হিমাদ্রী শেখর রায়। সংস্কারমূলক ধর্মীয় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক শ্রী বিমল চন্দ্র চক্রবর্তী,কেন্দ্রীয় যুগ্ন-সাধারণ সম্পাদক শ্রী রতন কুমার ভৌমিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রী গৌরমোহন দাস,বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ- সভাপতি ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রী এম আর চৌধুরী, চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, ডুলাহাজারা ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক শ্রী বাদল দাশ, উপজেলা পূজা কমিটির যুগ্ন সম্পাদক শ্রী তপন কুমার সুশীল,স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া উপজেলার সাংগঠনিক সম্পাদক শ্রী নরোত্তম দাশ,বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি চকরিয়া উপজেলা শাখার কর্মকর্তা শ্রী ভুবন নাথ,সমীর কান্তি দে, রুপন নাথ, বনমালী দাশ।
বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি চকরিয়া উপজেলা শাখার সভাপতি শ্রী মিলন কান্তি দে এর সভাপতিত্বে সাধারন সম্পাদক সুধীর চন্দ্র দাশের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মিল্টন দাশ,দয়াল দে, বিশ্বজিত বৈষ্ণব, দিপংকর দে, সুজন দেবনাথ বাবু, প্রদীপ রুদ্র, মাস্টার রাখাল পাল সহ অসংখ্য নারী পুরুষ ভক্তবৃন্দ।