এম.জিয়াবুল হক,চকরিয়া : আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকারের ভিশন বাস্তবায়ন এবং শ্রমিকলীগের সাংগঠনিক কার্যক্রম বিকশিত করার লক্ষ্যে জাতীয় শ্রমিকলীগ চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ড শাখার আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। জাতীয় শ্রমিকলীগ চকরিয়া পৌরসভা সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধুলু গত ১৯ জানুয়ারী-১৯ইং স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়। অনুমোদিত কমিটিতে সাইফুল ইসলাম সভাপতি, নুরুল ইসলাম সাধারণ সম্পাদক ও মো.জমির উদ্দিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জাতীয় শ্রমিকলীগ চকরিয়া পৌরসভা সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধুলু অনুমোদিত কমিটিকে জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকারের ভিশন বাস্তবায়ন এবং শ্রমিকলীগের সাংগঠনিক কার্যক্রম বিকশিত করার লক্ষ্যে কাজ করার নির্দেশ দেন। একইসঙ্গে কক্সবাজার জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারীর সফল নেতৃত্বে শ্রমিকলীগের সার্বিক কার্যক্রম বেগবান করার জন্য আহবান জানান।