জাতীয় প্রেস ক্লাব নির্বাচন : সর্বোচ্চ ভোটে যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম জয়ী

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

জাতীয় প্রেস ক্লাব নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে বিজয়ী হয়েছেন যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম। তিনি ৮০৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আমিন রোকন ১৮৩ ভোট পেয়েছেন।অপর প্রতিদ্বন্দ্বী রুহুল কুদ্দুস পেয়েছেন মাত্র ৬২ ভোট।

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এছাড়াও নির্বাচনে সভাপতি পদে মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে ইত্তেফাকের ফরিদা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোট ভোট পড়েছে ১ হাজার ২১৮ ভোটের মধ্যে ১ হাজার ৮৯টি।
Image may contain: 9 people, people standingপ্রেস ক্লাবের বর্তমান সভাপতি শফিকুর রহমান ৬৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ আজিজ পেয়েছেন ২৮৯ ভোট।
সহ-সভাপতি পদে আজিজুল ইসলাম ভুঁইয়া ৫৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদরুল হাসান পেয়েছেন ২৩৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে ফরিদা ইয়াসমিন ৪৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাদের গনি চৌধুরী পেয়েছেন ৩৫০ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদকের দু’টি পদে শাহেদ চৌধুরী (৬২৭ ভোট) ও ইলিয়াস খান (৪৫২ ভোট) নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে বর্তমান কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জী ৪৭৮ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে বিজয়ীরা হলেন: শ্যামল দত্ত (৫৭৪ ভোট), কুদ্দুস আফরাদ (৫৩৫ ভোট), মাঈনুল আলম ( ৫১১ ভোট), রেজোয়ানুল হক রাজা (৪৮৮ ভোট), মোল্লা জালাল (৪৫৯ ভোট), শামসুদ্দিন আহমেদ চারু ( ৪৫২ ভোট), হাসান হাফিজ ( ৪২৩), শাহনাজ বেগম (৩৯৯), কল্যাণ সাহা (৩৭৮) ও হাসান আরেফিন (৩০৪)।