জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান জিএম কাদের

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনা‌ফ টু‌ডে ডেস্ক ‌: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হলেন জিএম কাদের। আজ বৃহস্পতিবার বনানীতে অবস্থিত দলটির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এ তথ্য জানান।

রাঙ্গা বলেছেন, ‘গঠনতন্ত্রের ২০ (১) ধারা মোতাবেক আজ থেকে দলের চেয়ারম্যান জি এম কাদের।’

জাপার সাবেক চেয়ারম্যান ও রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এরশাদ কিডনি ও ফুসফুসে সংক্রামণ নিয়ে গত ২৬ জুন সিএমএইচে ভর্তি হন। তারপর তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩০ জুন তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। গত ১৪ জুলাই তিনি মারা যান।

এরশাদের অবর্তমানে জিএম কাদের দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।