জাতীয় পর্যায়ে ৩য়স্থান অর্জনকারী হ্নীলার আরএফএল ডিলার মাইন উদ্দিনের সম্মানে কেক কর্তন

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : রং বিক্রিতে জাতীয় পর্যায়ে ৩য় স্থান লাভ করায় টেকনাফের ক্ষুদে ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা মাইন উদ্দিনের সম্মানে কেক কেটেছেন আরএফএল কোম্পানি।
জানাযায়,৯জানুয়ারী শনিবার দুপুর দেড়টায় টেকনাফের হ্নীলা ষ্টেশনস্থ ক্ষুদে ব্যবসায়ী মাইন উদ্দিনের প্রতিষ্ঠান মেসার্স মালিহা এন্টারপ্রাইজে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএফএল গ্রুপের সিও মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএফএল গ্রুপের রেইনবো পেইন্টের প্রধান বিক্রয় কর্মকর্তা মোঃ শাহজান সানি, হেড অব মার্কেটিং মোঃ নাজমুল হক, হ্নীলা ইউপির সদস্য হোছাইন আহমদ মেম্বার, হ্নীলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাহাদুর শাহ তপু। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হ্নীলা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্বাছ আলী,সহ-সভাপতি নুরুল হোসাইন,উপজেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক মৌলভী ফেরদৌস, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাবের খাঁন,ব্যবসায়ী আবু ওসমান প্রমুখ।
প্রসঙ্গতঃ মেসার্স মালিহা এন্টারপ্রাইজ আরএফএল কোম্পানির রেইনবো পেইন্ট গ্রুপের ডিলার। ওই ডিলারশীপের অধীনে রং বিক্রি করে প্রোপাইটর মাইন উদ্দিন সারাদেশে ২০১৮সনে ২য়, ২০১৯সনে ৪র্থ ও ২০২০ সনে তৃতীয় স্থান লাভ করেছে। এদিকে টানা তৃতীয় বারের রং ব্যবসায় জাতীয় ভাবে ব্যবসায়িক সফলতা লাভ করায় তরুণ উদ্যোক্তা মাইন উদ্দিনকে হ্নীলা বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সকাল ১১টায় আনুষ্টানিকভাবে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আরএফএল কোম্পানি সুত্র জানায়,ব্যবসায়ীক সফলতার কারণে মাইন উদ্দিনকে স্বর্ণ পদক প্রদান করা হচ্ছে। আগামী ১৭ জানুয়ারী সিলেটে অনুষ্ঠিত কোম্পানির ডিলার সম্মেলনে ক্ষুদে এই ব্যবসায়ীর হাতে আনুষ্টানিকভাবে এই পুরুস্কার তুলে দেওয়া হবে। ওই দিন তাঁকে টেকনাফ থেকে হেলিকপ্টারে করে সিলেটে নেওয়া হবে বলে কোম্পানি সুত্র নিশ্চিত করেছেন।#