জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চকরিয়া উপজেলা প্রশাসনের বিনম্র শ্রদ্ধা

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

এম জিয়াবুল হক : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
FB IMG 1660576701359 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
সোমবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের শুরুতে এদিন সকালে কক্সবাজার ১ আসনের সাংসদ আলহাজ জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান এর নেতৃত্বে চকরিয়া উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় আলোচনা সভা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, উপজেলা সহকারী কমিশনার ভুমি মো রাহাত উজ জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. তফিকুল আলম, চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এসএম নাছিম হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজি আবু মোহাম্মদ বশিরুল আলম। আলোচনা শেষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্তজীবনী, মহান মুক্তিযুদ্ধ ও জাতীয় শোক দিবসের তাৎপর্য বিষয়ে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাংসদ আলহাজ জাফর আলম, চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি ও ইউএনও জেপি দেওয়ান। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, চকরিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। ##