নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার |
জনপ্রশাসন পদকে ভূষিত হচ্ছে কক্সবাজার। আজ মঙ্গলবার ২৩ জুলাই জাতীয় পাবলিক সার্ভিস দিবসে সম্মানজনক এ পদকটি প্রদান করা হচ্ছে। আজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হলরুমে রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদের নিকট থেকে জেলা প্রশাসক মো. কামাল হোসেন এ পদকটি গ্রহণ করবেন। জেলা প্রশাসক পদকটি গ্রহণের জন্য বর্তমানে রাজধানী ঢাকায় অবস্থান করছেন।
প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে কক্সবাজারকে দেয়া হচ্ছে জনপ্রশাসন পুরস্কার। কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (অতিরক্তি জেলা প্রশাসক, রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার গতরাতে এ বিষয়ে জানান, কক্সবাজার জেলা প্রশাসনের রোহিঙ্গা ব্যবস্থাপনা, জেলাব্যাপী উন্নয়ন সমন্বয় এবং স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্যই কক্সবাজারকে এ পদকের জন্য বিবেচনায় আনা হয়েছে।
প্রসঙ্গত, কক্সবাজার জেলা ছাড়াও চট্টগ্রাম, নরসিংদী, নাটোর, খুলনা, চাঁদপুর এবং কুমিল্লা জেলা ও জনপ্রশাসন পদক পাচ্ছে।