ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হাফেজদের মধ্যে টেকনাফ উপজেলা ছাত্রলীগের কম্বল ও মাস্ক বিতরণ

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে হেফজখানার এতিম শিশুদের মধ্যে কম্বল ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন টেকনাফ উপজেলা ছাত্রলীগ নেতা প্রশান্ত কুমার আচার্য্য পলাশ।

৭ জানুয়ারী বিকালে উপজেলার হোয়াইক্যং নয়াপাড়া দক্ষিণ মাথা হেফজখানার প্রায় শতাধিক এতিম শিশুদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক ও কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল হাসান রবি, সহসভাপতি ফরহাদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল্লাহ, যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ফেরদৌস ওয়াহিদ সিকদার, সাংস্কৃতিক সম্পাদক আতিক সিকদার সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ###