চাকঢালা সরকারি প্রাঃ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকেঃঃ
নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের উত্তর চাকঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা গত ২৯ মার্চ (বুধবার) এক আনন্দময় উৎসবে পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়। ২দিন ব্যাপি ক্রীড়া অনুষ্ঠানের ১২টি ইভেন্টের মধ্যে অন্যতম আকর্ষন ছিল ছাত্র/ছাত্রীদের বিভিন্ন ধরনের খেলাধুলার পাশাপাশি মোরগ লড়াই ও সুন্দর হস্তে লেখা নিয়ে ”স্বপ্ন” নামক দেওয়াল পত্রিকাটি সবার মন কেড়েছে । এস এম সির সভাপতির সমাপনী বক্তব্যর মধ্য দিয়ে খেলার পরিসমাপ্ত ঘটে। অনুষ্ঠানের মূল পর্বের শুরুতে পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিঠক পাঠ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিহা সুলতানা পরিচালনায় ও বিদ্যালয়ের এস এম সির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতা মীর আহম্মেদ এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষ খাইচিং অং চাক্। এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য মাষ্টার ক্য উ চিং চাক্ । বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতা অধ্যাপক এম, শফি উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক তছলিম ইকবাল চৌধুরী, আওয়ামীলীগ নেতা ডাঃ সিরাজুল হক, উপজেলা বিএনপির নেতা মোঃ ফরিদ, ইউপি মহিলা সদস্য ফাতেমা বেগম, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, চাকঢালা জুনিয়ার হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, উত্তর চাক্ ঢালা প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক মাষ্টার নুরুল কবির, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক উবা চিং মার্মা, সহকারি শিক্ষক সুচাখাই চাক,শিক্ষিকা উম্মে সালমা রুবী প্রমূখ।অনুষ্টানের শেষ পর্যায়ে প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।