চতুর্থ ধাপে ৫২ পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী যারা

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : চতুর্থ ধাপে দেশের ৫৬টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করা হয়েছে। এ ধাপে বিএনপি ৫৬ পৌরসভার মধ্যে ৫২টিতে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে।

বাকি চারটি পৌরসভায় এখন পর্যন্ত প্রার্থী দেয়নি দলটি। এ ব্যাপারে আজ শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি প্রার্থী তালিকা গণমাধ্যমে পাঠানো হয়েছে।

1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

বলা হয়েছে, দলীয় প্রার্থীদের প্রত্যয়নপত্র ঢাকা কেন্দ্রীয় কার্যালয় থেকে নিতে হবে। কোন বিভাগের প্রার্থীরা কখন প্রত্যায়নপত্র নেবেন, তা-ও জানানো হয়েছে।

2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

বিএনপি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামীকাল ১৬ জানুয়ারি বেলা ১১টায় চট্টগ্রাম, সিলেট, রংপুর; দুপুর ১২টায় রাজশাহী, খুলনা ও বরিশাল এবং বেলা ২টায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের পৌরসভা নির্বাচনে মনোনয়ন পাওয়া প্রার্থীরা প্রত্যায়নপত্র নিতে পারবেন।