চট্টগ্রাম বিমান বন্দর সংলগ্ন এলাকা হতে ৩ কেজি ৪৮০ গ্রাম স্বর্ণ উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জুনের জওয়ানেরা চট্টগ্রাম শাহ-আমানত বিমান বন্দর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ব্যাগ হতে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে।
জানা যায়, ৬ জুলাই সকাল ১০টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড বিসিজি বেইস চট্টগ্রামের একটি বিশেষ দল পতেঙ্গা থানার শাহ-আমানত বিমান বন্দর সংলগ্ন এলাকায় অভিযানে যায়। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে থামতে বললে হাতে থাকা ব্যাগটি ফেলে পালিয়ে যায়। পরে প্যাকেটটি উদ্ধার করে কোস্টগার্ড বিসিজি বেইস কার্যালয়ে নিয়ে গণনা করে ৩০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৩,৪৮০ গ্রাম এবং বাজার মূল্য ১কোটি ৪৬লাখ ১৬হাজার টাকা। জব্দকৃত স্বর্ণ স্থানীয় সংশ্লিষ্ট কাস্টমসে জমা দেওয়া হয়েছে।