Monday, January 17, 2022
Homeঅর্থ-বানিজ্যচট্টগ্রাম কাস্টমসে মিলল অনিয়ম ও দুর্নীতির প্রমাণ

চট্টগ্রাম কাস্টমসে মিলল অনিয়ম ও দুর্নীতির প্রমাণ

সোমবার সকালে দুদকের তিন সদস্যের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম কাস্টমস হাউজ পরিদর্শন করেছেন।

দুদক কমিশনার এ এম আমিনুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ডিজি আতিকুর রহমান ও মুনির চৌধুরী।

পরিদর্শন শেষে দুদক কমিশনার এ এম আমিনুল ইসলাম ব্রিফিংয়ে জানান, চট্টগ্রাম কাস্টসম হাউসের বিভিন্ন শাখা ঘুরে তারা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন সেক্টরে দুর্নীতি কমলেও কাস্টমসে বেড়েই চলেছে।

আমিনুল ইসলাম দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যারাই দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

RELATED ARTICLES

Most Popular

Recent Comments