চট্টগ্রামের আনোয়ারায় ১লাখ ২৫হাজার ইয়াবাসহ আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : র‌্যাব-৭ এর একটি দল আনোয়ারা উপকূলে মিয়ানমার থেকে বিরাট মাদকের চালান মওজুদের সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ১লাখ ২৫হাজার ইয়াবাসহ এক মাদক কারবারী চক্রের সদস্যকে আটক করেছে।
সুত্র জানায়, গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টারদিকে র‌্যাব-৭ এর একটি চৌকষ আভিযানিক দল মিয়ানমার থেকে মাদকের চালান এনে মওজুদের সংবাদ পেয়ে আনোয়ারার পূর্ব গহিরার পূর্ব ঘাটকুল গ্রামের মনোয়ারুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় মৃত আব্দুল মান্নানের পুত্র মনোয়ারুল ইসলাম (৪০) কে আটক করা হলেও অপর একজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটক ব্যক্তির স্বীকারোক্তিমতে তার শয়ন কক্ষে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অভিনব কায়দায় লুকানো ১টি বস্তা উদ্ধার করা হয়। তা জনসম্মুখে গণনা করে ১লাখ ২৫হাজার ৪শ পিস ইয়াবাসহ আসামীকে গ্রেফতার করা হয়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক ও ধৃত ব্যক্তিকে আনোয়ারা থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোঃ মাহ্মুদুল হাসান মামুন নিশ্চিত করেন।###