এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়া সিটি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বুধবার সকালে কলেজ প্রাঙ্গনে অধ্যক্ষ মোহাম্মদ সালাহউদ্দিন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার- (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া সিটি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব জাফর আলম।
চকরিয়া পৌরসভার মগবাজারস্থ চকরিয়া সিটি কলেজের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম, চকরিয়া পৌর সভার মেয়র আলমগীর চৌধূরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধূরী, জেলা আ’লীগের সদস্য ও চকরিয়া বর্ণমালা একাডেমির চেয়ারম্যান আমিনুর রশিদ দুলাল, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আ’লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, মানিকপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি রুস্তম শাহরিয়ার, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছৈয়দ আলম কমিশনার, অধ্যাপক মনজুর আলম, শিল্পী মুবিনুল ইসলাম নওশাদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জাফর আলম এমপি বলেছেন, বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একজন শিক্ষাবান্ধব মানুষ। তার বিশেষ নজরদারিতে দেশের শিক্ষাখাতের অগ্রগতি তরান্বিত হচ্ছে। তার প্রমাণ দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে অবকাঠামো থেকে শুরু করে সব ধরণের উন্নয়ন। আছে শিক্ষা প্রসারের পরিকল্পিত কর্মসুচি। এরই আলোকে বর্তমান সরকার বছরের প্রথমদিন শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই পাচ্ছে। লেখাপড়া করতে সব ধরণের উপবৃত্তি সুবিধা পাচ্ছে। মেধাবীদের সরকারি চাকুরী নিশ্চিত করা হচ্ছে। শিক্ষার্থীদের সুন্দর পরিবেশে লেখাপড়া নিশ্চিতে কাজ করছে সরকার।
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের শিক্ষার্থীদের মা-বাবা তথা অভিভাবকের ভূমিকা পালন করে যাচ্ছে। বর্তমান সরকার ছাত্র-ছাত্রীদের কল্যাণে শিক্ষাবৃত্তি চালু করেছে। আজকের শিক্ষার্থীরা সরকারের বৃত্তির সেই সুযোগ-সুবিধার সুফল ভোগ করছে। আমি চাই লেখাপড়ার মাধ্যমে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে। আগামীতে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা যাতে চকরিয়া-পেকুয়াকে আলোকিত করতে পারে তাদেরকে সেভাবে তৈরী করতে হবে। এজন্য সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।
এমপি আলহাজ্ব জাফর আলম বলেন, শেখ হাসিনা সরকারের সহযোগিতায় চকরিয়া সিটি কলেজে ২০২০ সালের মধ্যেই ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা পরিপূর্ণ ছাত্রাবাস নির্মাণ করা হবে। যে ছাত্রাবাস হবে এ উপজেলার জন্য সবচেয়ে একটি মডেল।
আলোচনা শেষে বিদায়ী এইচএসসি পরীক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি এমপি জাফর আলম। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক মন্ডলী,ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থাণীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।