নিজস্ব প্রতিবেদক,চকরিয়া-
চকরিয়া-ফাসিয়াখালী লামা সড়কের ইয়াংছা এলাকায় ইজিবাইক (টমটম) গাড়ি উল্টে তাসমিন আক্তার (১৬) নামে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রী নিহত হয়েছেন। এসময় গাড়িতে থাকা আরো ৫ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। শনিবার ৬ আগস্ট সকাল দশটার দিকে ইয়াংছা আর্মি ক্যাম্পের একটু আগে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসমিন চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী ২নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম প্রকাশ বাদশা মিয়ার কন্যা। স্থানীয় মালুমঘাট আইডিয়েল স্কুল থেকে সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে খালার বাড়িতে বেড়ানো শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে বের হয়ে ইজিবাইক (টমটম) গাড়ি যোগে ফিরছিল তাসমিন আক্তার। প্রতিমধ্যে চকরিয়া-লামা সড়কের ইয়াংছা সেনা ক্যাম্পের একটু আগে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে গাড়িতে থাকা ৬ জন যাত্রী কম-বেশী আহত হয়। তৎমধ্যে গুরুতর আহত তাসমিন আক্তারকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনায় আহত ব্যাক্তিদের পরিচয় পাওয়া যায়নি।
অপরদিকে, একইদিন বেলা এগারোটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ইসলামনগর এলাকায় যাত্রীবাহি পূর্বানী পরিবহণের একটি বাস ও নোহা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নোহা গাড়িতে থাকা ৬জন যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মহাসড়কের চিরিংগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তবে আহত যাত্রীদের তাৎক্ষনিক ভাবে নাম ও পরিচয় পাওয়া যায়নি।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, টমটম উল্টে নিহত ওই ছাত্রীর মরদেহ চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার আগে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষনা করেন।##
ছবির ক্যাপশন টমটম উল্টে নিহত ছাত্রী, টমটম গাড়ি / দুর্ঘটনা কবলিত বাস ও নোহা গাড়ি।
চকরিয়ায় চিংড়জোনের মাতামুহুরী নদীতে মাছ
ধরতে গিয়ে জালের সাথে প্যাঁছিয়ে জেলের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া
কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় চিংড়ি জোন এলাকার ১১ একর পয়েন্টে মাতামুহুরী নদীতে মাছ ধরতে নেমে জালের সাথে প্যাঁছিয়ে মোহাম্মদ বাদশা মিয়া (৫৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের অলির বাপের পাড়া গ্রামের মৃত আশরাফ উজ্জমানের ছেলে। তিনি মৎস্যজীবি জেলে।
পরিবারের বরাত দিয়ে পুর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আশরাফ হোসেন বলেন, বাদশা মিয়া প্রতিদিনের মতো শনিবার ভোরে সঙ্গীয় মৎস্যজীবি জেলেদের সাথে উপকূলীয় চিংড়ি ঘের এলাকার ১১ একর পয়েন্টে মাতামুহুরী নদীতে মাছ ধরতে যান। এসময় পানিতে তার ফেলানো জাল আটকে গেলে তিনি নদীতে নেমে ডুব দিয়ে জার ছেড়ে নিতে গিয়ে নিখোঁজ হন।
পরে সঙ্গীয় থাকা অপর মৎস্যজীবি ও আত্মীয় স্বজনেরা দীর্ঘক্ষন সন্ধান চালিয়ে বেলা বারোটার দিকে শরীরে জাল প্যাঁছানো অবস্থায় তার মৃত উদ্ধার করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, বিষয়টি শুনেছি। পরিবার সদস্যরা এব্যাপারে যেভাবে সহযোগিতা চাইবে আমরা দেব। ##
ছবির ক্যাপশন নদীতে মাছ ধরতে গিয়ে মারা যাওয়া জেলে বাদশা মিয়া
