চকরিয়া পৌরসভা আমানপাড়া স্কুলের সড়ক সংস্কার: চলাচল দুর্ভোগমুক্ত শতাধিক পরিবার

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :
দীর্ঘবছর ধরে সংস্কারবিহীন অবহেলিত চকরিয়া পৌরসভা ১নং ওয়ার্ডের আমানপাড়া স্কুলের পাশের সড়কটি অবশেষে সংস্কার করা হয়েছে। স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসি সড়কটি সংস্কারে এতদিন এলাকার জনপ্রতিনিধির কাছে বারবার দাবি জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হয়নি। এই অবস্থায় সড়কটির এমন করুনদশার বিষয়টি ভুক্তভোগী এলাকাবাসি ও দলীয় নেতাকর্মীদের মাধ্যমে জানতে পেরে ব্যক্তিগত উদ্যোগে অবহেলিত আমানপাড়া স্কুলের পাশের সড়কটি সংস্কারে এগিয়ে এসেছেন ১নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম নুরুস শফি।
শনিবার ১০ জুলাই কাউন্সিলর প্রার্থী এম নুরুস শফি অনুকুলস্থলে উপস্থিত থেকে শতাধিক বস্তা বালু দিয়ে তিনি ব্যক্তিগত তহবিলের অর্থায়নে ১নং ওয়ার্ডের আমানপাড়া স্কুলের পাশের সড়কটি অবশেষে সংস্কার করে দিয়েছেন। এতে চলাচলের ক্ষেত্রে দুর্ভোগমুক্ত হয়েছেন আমানপাড়া ও আশপাশের শতাধিক পরিবার। দীর্ঘদিন পর কাদা মাটিতে ভরপুর সড়কটি সংস্কার করে দেয়ায় এলাকাবাসিও খুশি। এইধরণের জনগুরুত্বপুর্ণ কাজে পাশে এগিয়ে আসায় কাউন্সিলর প্রার্থী এম নুরুস শফিকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসি। তাঁরা সবসময় ভালো কাজে কাউন্সিলর প্রার্থী এম নুরুস শফির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
কাউন্সিলর প্রার্থী এম নুরুস শফি বলেন, জনগনের সেবক হিসেবে কাজ করার অভিপ্রায়ে আমি কাজ করে যাচ্ছি। দীর্ঘদিন একযুগের বেশি সময়ধরে ১নং ওয়ার্ডের জনগনের পাশে আছি। দলমত নির্বিষেশে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছি।
এই ধারাবাহিকতার অংশহিসেবে আজ চকরিয়া পৌরসভা ১নং ওয়ার্ড আমান পাড়ার স্কুলের পাশে সর্বসাধারণের চলাচল দুর্ভোগ লাগব করতে আমি ব্যক্তিগত উদ্যোগে সড়কটি সংস্কার করে দিয়েছি। সবাই দোয়া করবেন সাধারণ মানুষের সেবা করার জন্য আমার জীবন উৎসর্গ করবো সবসময়।##