চকরিয়া পৌরসভার ৩ এবং ৯নম্বর ওয়ার্ড শাখা কৃষক লীগের নতুন কমিটি অনুমোদন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক : আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে কৃষক বাঁচাও দেশ বাচাঁও শ্লোগানে ধারণ করে সরকারের অগ্রগতি উন্নয়নের সারথী হিসেবে তৃনমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম বিকশিত করার লক্ষ্যে বাংলাদেশ কৃষকলীগ চকরিয়া পৌরসভার ৩ নং ও ৯ নং ওয়ার্ড শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার পহেলা অক্টোবর চকরিয়া পৌরসভা কৃষকলীগের সভাপতি সুলাল চন্দ্র সুশীল ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক লোটাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে পৌরসভার দুইটি ওয়ার্ডে নতুন কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অনুমোদিত কমিটিতে চকরিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডে আবদুল আজিজ সভাপতি ও জয়নাল আবেদিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অপরদিকে ৯ নং ওয়ার্ডে মোহাম্মদ মিজান সভাপতি ও আলাউদ্দিন ইসলাম ছুট্টুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
চকরিয়া পৌরসভার উল্লেখিত দুইটি ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে চকরিয়া পৌরসভা কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া পৌরসভা কৃষকলীগের সভাপতি বাবু সুলাল চন্দ্র সুশীল। প্রধান বক্তা ছিলেন চকরিয়া পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক লোটাস। বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া পৌরসভা ৯নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, কৃষকলীগ নেতা মোহাম্মদ ইখতেয়ার উদ্দিন বিএ, পৌরসভা কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী বোরহান উদ্দিন ও ৯ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি হাসানুল্লাহ কাইছার প্রমুখ।
অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি চকরিয়া পৌরসভা কৃষকলীগের সভাপতি সুলাল চন্দ্র সুশীল বলেন, আওয়ামীলীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে সরকারের অগ্রগতি উন্নয়নের সারথী হিসেবে তৃনমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম বিকশিত করার লক্ষ্যে বাংলাদেশ কৃষকলীগ চকরিয়া পৌরসভার বিভিন্ন ইউনিট কমিটিকে ঢেলে সাজানো হচ্ছে। মুলত নেতাকর্মীদের মাঝে সুন্দর সর্ম্পক তৈরী এবং প্রতিটি জনপদে সাংগঠনিক কার্যক্রম বেগবান করার লক্ষ্যে পৌরসভার ৩ নং ও ৯ নং ওয়ার্ড শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিটকে সেইভাবে তৈরী করা হবে।
তিনি বলেন, আওয়ামীলীগের প্রতিটি আন্দোলন সংগ্রামে চকরিয়া জনপদের রাজপথে কৃষকলীগের নেতাকর্মীরা অগ্রভাগে ছিলেন। আশাকরি নতুন কমিটির সর্বস্তরের নেতাকর্মী আগামীতেও তাদের সাংগঠনিক শক্তি বেগবান করার মাধ্যমে সকলধরণের লোভ-লালসার উর্ধ্বে থেকে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করবে। আমরা সেইভাবে নতুন কমিটির সবাইকে কাজ করতে নির্দেশ দিয়েছি। #