এম.জিয়াবুল হক,চকরিয়া : মাতামুহুরী সাংগঠনিক উপজেলার বিএমচর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে গতকাল ১০ ডিসেম্বর বিকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ মাঠে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম বুলবুল, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটির মাধ্যমিক শাখার নির্বাচিত অভিভাবক সদস্য মকছুদুল হক ছুট্টো, বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম, ঢেমুশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান রোস্তম আলী, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগ নেতা শাহাব উদ্দিন শাকিল, কোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম, মাতামুহুরী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফজল কাদের, কৃষকলীগ নেতা মাস্টার ছরওয়ার হোসেন।
বক্তব্য রাখেন বিএমচর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিয়াদুল ইসলাম সেলিম মেম্বার, সাংগঠনিক শেখ সাজ্জাদ হোসেন রানা, ১নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাস্টার নবী হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ২নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল মোস্তাফা, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ৩নম্বর ওয়ার্ড আওয়ামীলীগে সভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পাদক মাস্টার আনোয়ার হোসেন, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফয়েজ আহমদ লালু, সাধারণ সম্পাদক নুরুল আমিন মংকু, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাস্টার নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক ছৈয়দ উল্লাহ, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শহিদু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সামসুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মনু, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাস্টার ফেরদৌস আহমদ, সাধারণ সম্পাদক মাস্টার মনছুর আলম, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল মোস্তাফা শামীম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজান উদ্দিন মেম্বার, উপজেলা যুবলীগের জসিম উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জুনাইদ আহমদ, সাবেক সম্পাদক গিয়াস উদ্দিন। এছাড়াও অনুষ্ঠিত সভায় ৯টি ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সাধিত হচ্ছে। উন্নয়নের সুফল চকরিয়া-পেকুয়া জনপদের মানুষের কাছেও পৌঁছে দেয়া হচ্ছে। এখানে অতীতে আওয়ামীলীগে সেই ধরণের যোগ্য প্রতিনিধি না থাকার কারনে চকরিয়া-পেকুয়াবাসি উন্নয়নের ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়েছে। আমরা আগামীতে আর উন্নয়ন বৈষম্যের শিকার হবো না।
তিনি বলেন, চকরিয়া-পেকুয়াবাসিকে এগিয়ে যেতে হবে। সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে হবে। তাঁর জন্য আগামী একাদশ নির্বাচনে এখানে জননেত্রী শেখ হাসিনা তথা আওয়ামীলীগের নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। এইজন্য এখন থেকে দলের প্রতিটি নেতাকর্মীকে প্রস্ততি নিতে হবে। প্রতিটি জনপদে আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে নেতাকর্মীদেরকে কাজ করতে হবে।
উপজেলা চেয়ারম্যান জাফর আলম বলেন, আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলে সেইভাবে সকলকে কাজ করতে হবে। কারন উন্নয়নের জন্য শেখ হাসিনার নেতৃত্বে সফল আওয়ামীলীগের সরকারের কোন বিকল্প নেই।