চকরিয়া উপজেলা পৌর জাতীয় পাটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলা চকরিয়া উপজেলা ও পৌরসভা জাতীয় পাটির উদ্যোগে শনিবার ২ জানুয়ারী বর্ণাঢ্য আয়োজনে দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সাংসদ হাজি মোহাম্মদ ইলিয়াছের বাসভবনে দলীয় নেতা-কর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা মাধ্যমে চকরিয়া উপজেলা, চকরিয়া পৌরসভা জাতীয় পার্টির উদ্যোগে ঝাঁকজমক পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার দুপুরে জাতীয় পাটি চকরিয়া উপজেলা, চকরিয়া পৌরসভা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ও পেকুয়া উপজেলা কমিটি এবং মহিলা পাটি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সাংসদ হাজি মোহাম্মদ ইলিয়াছ।
চকরিয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি ও ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নুরুল আমিন প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে সভাপতিত্ব করেন। চকরিয়া উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন, সহ-সভাপতি মাস্টার অংকে ছিং, মাতামুহুরী উপজেলা জাতীয় পার্টি সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, চকরিয়া পৌরসভা সভাপতি আবু ছাদেক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পেকুয়া জাতীয় পার্টি আহবায়ক সাংবাদিক এম.দিদারুল করিম, যুগ্ন আহবায়ক এম.মাহবুব ছিদ্দীকি, সদস্য সচিব সাংবাদিক সাজ্জাদুল ইসলাম, উপজেলা মহিলা জাতীয় পার্টি সভাপতি জোসনা আক্তার, সাধারণ সম্পাদিকা সজরুন্নাহার বুলু, চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম রকিব, মাতামুহুরী উপজেলা সাংগঠনিক সম্পাদক জুনাইদুল ইসলাম, পৌরসভা সাংগঠনিক সম্পাদক আবদুল হামিদ।
এসময় উপস্থিত ছিলেন, হারবাং জাতীয় পার্টি সাধারণ সম্পাদক তোফায়েল খান, বরইতলী জাতীয় পার্টি সহ-সভাপতি মাসুক, কৈয়ারবিল ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, কাকারা ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মো.রকিব, সুরাজপুর-মানিকপুর জাতীয় পার্টি সভাপতি মাস্টার নুরুল ইসলাম, বমুবিলছড়ি ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি নাজিম উদ্দীন, ফাঁসিয়াখালী ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি বদরুদ্দোজা, ডুলাহাজারা ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মো.মুবিনুল ইসলাম, চিরিংগা ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মোজাম্মেল হক,বদরখালী ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি শওকত আলী চৌধুরী, সহ-সভাপতি নাছির উদ্দীন জাপা, সাধারণ সম্পাদক নুরুল আবচার, ডেমুশিয়া ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি রুহুল কাদের, সাধারণ সম্পাদক মো.বখতিয়ার, বিএমচর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি বদিউল আলম, মগনামা ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আলমগীর, টৈইটং ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আবদুল খালেক, পেকুয়া মহিলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদিকা শাহিনা আক্তার, জাতীয় পার্টি নেতা মো.জুবাইর, মানিক, ফরিদ, মিটন, সুজন, হামিদ, রেজাউল, শফি ফকির, মনুর আলম, বদরুল আলম, আবুল কাসেম, নুরুল আমিন প্রমুখ। ##