নিজস্ব প্রতিবেদক,চকরিয়া : চকরিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুম মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা মো.নুরুল আবছার, উপজেলা হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা.মোহাম্মদ শাহবাজ, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. জাহেদ চৌধুরী, চকরিয়া পৌরসভার সচিব মাস-উদ মোর্শেদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তপন কান্তি দাশ ও চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুুরুল আখের প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ্ব জাফর আলম বলেন, সুন্দর ও আধুনিক চকরিয়া-পেকুয়া গড়ার জন্য আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকাও অপরিসীম। তাই মিডিয়া কর্মীদেরকে সমাজের উন্নয়ন বঞ্চিত জনপদের কথা তুলে ধরার পাশাপাশি চকরিয়া-পেকুয়ায় বিশাল উন্নয়নের চিত্রও তুলে ধরতে হবে। তিনি বলেন, অনুষ্ঠিতব্য চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে করার প্রশাসনকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরণের বিশৃঙ্খলা হোক এটি চকরিয়াবাসি প্রত্যাশা করেনা। সেইজন্য সবাইকে যার যার অবস্থান থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। এব্যাপারে আমি সবার কাছে সহযোগিতাও চাই।
সভাপতির বক্তব্যে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, আগামী ১৮ মার্চ অনষ্টিতব্য চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেইজন্য প্রশাসন প্রস্তুত রয়েছে। কাজেই নির্বাচনে কোন ধরণের বিশৃঙ্খলা সহ্য করা হবেনা।
সভায় চকরিয়াকে ইভটিজিং, বাল্যবিবাহমুক্ত এবং আধুনিক ও পরিচ্ছন্ন উপজেলা করারও ঘোষণা দেন ইউএনও শিবলী নোমান।
অনুষ্ঠিত সভায় চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, চিরিংগা ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, কাকারা ইউনিয়নের চেয়ারম্যান শওকত ওসমান, লক্ষ্যারচর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, চকরিয়া প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ছোটন কান্তি নাথ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক মুকুল কান্তি দাশসহ সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।