চকরিয়ায় ৭১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসের উপকরণ সামগ্রী বিতরণ

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া : চকরিয়া উপজেলা শিক্ষা বিভাগের উদ্যোগে উপজেলার প্রায় ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসের জন্য উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ মোহনা মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপকরণ হিসেবে প্রতিটি বিদ্যালয়কে মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্কিন ও সাউন্ড সিস্টেম দেয়া হয়েছে।
চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা বিকাশ ধরের সঞ্চলনায় বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু জাফর, বিএমচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মসিউর রহমান আরিফ প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, প্রাথমিক বিদ্যালয় হচ্ছে শিক্ষার্থীদের জন্য শিক্ষার্জনে জীবনের প্রথম ধাপ। এখান থেকেই কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়ার মাধ্যমে মেধাবী হিসেবে উত্তোরণ ঘটে। সেইজন্য বর্তমান সরকার এই শিক্ষালয়কে ডিজিটাল প্রযুক্তির সংমিশ্রনে ঢেলে সাজাতে কাজ করছেন। যাতে গতানুগতিক শিক্ষাধারার পাশাপাশি অবাধ তথ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা সুন্দর আগামীর ভিত রচনা করতে পারেন। সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার প্রাথমিকভাবে চকরিয়া উপজেলার ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মাল্টিমিডিয়া ক্লাসের আওতায় অর্ন্তভুক্ত করেছেন।
তিনি বলেন, উপজেলার প্রতিটি জনপদের বিদ্যালয় গুলোতে মানসম্মত শিক্ষা বিস্তারে সবাইকে যার যার অবস্থান করতে কাজ করতে হবে। পাশাপাশি সরকারের ধারাবাহিক শিক্ষাখাতের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে বিদ্যালয়ের প্রতিটি ক্লাসে ডিজিটাল পদ্ধতিতে শতভাগ পাঠদান নিশ্চিত করতে হবে। এইক্ষেত্রে শিক্ষকদেরকে বেশি ভুমিকা পালন করতে হবে। শিক্ষক ও অভিভাবক উভয়ে সচেতন হলে আগামীতে বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীর ঝড়ে পড়ার হার অনেকাংশে কমে আসবে। #