চকরিয়ায় হাসপাতালের দুই স্বাস্থকর্মীসহ নতুন ৪ জনের করোনা পজেটিভ : বাড়ি ফিরেছে ১০

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়ায় হাসপাতালের দুই স্বাস্থ্যকর্মীসহ নতুন চারজনের দেহে করোনা পজেটিব ধরা পড়েছে। মঙ্গলবার ১২ মে কক্সবাজার জেলা সদর হাসপাতালের ল্যাবে পরীক্ষার ফলাফলে নতুন করে চকরিয়ায় ৪ করোনা রোগী সনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪ জনে দাড়িয়েছে। অবশ্য এদের মধ্যে করোনা আক্রান্ত ১০ রোগী হাসপাতালের আইসোলেশন ও হোম আইসোলেশন থেকে সুস্থ হয়ে বর্তমানে বাড়িতে রয়েছেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ শাহবাজ।
চকরিয়া উপজেলা হাসপাতালের প্রধান কর্মকর্তা ডা: মোহাম্মদ শাহবাজ বলেন, সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৪ জন লোকের কাছ থেকে নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার প্রকাশিত রিপোর্টের মধ্যে হাসপাতালের দুইজন স্বাস্থ্যকর্মীসহ নতুন চারজনের পজিটিভ রিপোট এসেছে।
নতুন ৪ করোনা রোগী হলেন চকরিয়ার বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠান জমজম হাসপাতাল স্টাফ শওকত ওসমান, কাকারা ইউনিয়নের মোহাম্মদ আবদুল­াহ, ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার সোহেল শর্মা এবং চকরিয়া সরকারি হাসপাতালের অফিস সহকারী মোস্তফা। মঙ্গলবারের চারজনসহ এ পর্যন্ত চকরিয়া উপজেলায় মোট ৩৪ জন করোনা আক্রান্ত হয়েছে।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ শাহবাজ বলেন, ইতোমধ্যে আক্রান্ত হওয়া রোগীর মধ্যে ১০ নারী-পুরুষ রোগী হাসপাতালের আইসোলেশন ও হোম আইসোলেশন থেকে সুস্থ হয়েছেন। বর্তমানে তাঁরা বাড়িতে রয়েছেন। গতকাল হাসপাতালের আইসোলেশনে থাকা চকরিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমেনা বেগম নামের এক নারী সুস্থ হওয়ায় তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ শাহবাজ ও চকরিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ জিয়াবুল হক উপস্থিত থেকে করোনা রোগী আমেনা বেগমকে বিদায় জানান।
চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান বলেন, চকরিয়ায় নতুন করে আরো চারজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। আক্রান্তদের পরিচয় ও তাদের বাড়ি ইতিমধ্যে আমরা চিহ্নিত করেছি। খুব দ্রুত সময়ে তাদের বাড়ি লগডাউন করা হবে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ বলেন, সামাজিক দুরত্ব না মেনে সরকারি নির্দেশনা অমান্য করে যত্রতত্র ঘোরাঘুরি ও গণজামায়েত করায় করোনা প্রাদুর্ভাবে দিন দিন আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে যাচ্ছে।
তিনি বলেন, নতুন করে আক্রান্ত চার রোগীর এলাকা ও তাদের প্রত্যেকের বাসা-বাড়ি চিহ্নিত করে দ্রুত লগডাউন করার পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়াও আক্রান্ত ব্যক্তিদের সাথে সংস্পর্শে থাকা ব্যক্তিদের খোঁজ নিয়ে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে নেওয়ার ব্যবস্থা নেয়া হবে। #