চকরিয়ায় সাংবাদিকের সামাজিক বনায়নের বাগানে আগুন ; রকমারি গাছ কেটে তছনছ

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতারবিলে সামাজিক বনায়নের আওতাধীন সাংবাদিকের বাগানের ৫ শতাধিক ম্যালেরিয়া, বেলজিয়াম ও আকাশমনি জাতের গাছ কেটে তছনছ করে দিয়ে বাগানে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বাগানে বিভিন্নজাতের ৫ শতাধিক গাছ কেটে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী বাগান মালিক ওই সাংবাদিক।
বাগানের মালিক দৈনিক যুগান্তর পত্রিকার চকরিয়া প্রতিনিধি আবুল মনসুর মোঃ মহসিন বলেন, কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের অধীনে রিংভং বিটের আওতায় উচিতারবিল এলাকায় ২০১০-১১ সনে বরাদ্দ দেওয়া সামাজিক বনায়নের উপকার ভোগী হিসেবে একটি বাগান তার স্ত্রী শারমিন জন্নাত ফেন্সি উপকারভোগী। পরবর্তীতে বন বিভাগের পক্ষ থেকে বাগানটি উপকার ভোগীর কাছে বুঝিয়ে দিয়ে ১০/১১ বছর যাবৎ বাগানটি রক্ষণাবেক্ষণ করে আসছেন তিনি।
কয়েকবছর পূর্বে নিজের অর্থায়নে বাগানে বিভিন্ন প্রজাতির প্রায় ৫ হাজার গাছ রূপন করেন। বাগানের গাছ গুলো সঠিক ভাবে বেড়ে উঠে ইতোমধ্যে বড় আকারে হয়েছে।
সাংবাদিক মনসুর মহসিন অভিযোগ করে বলেন, বাগানটি জোরপূর্বক অবৈধ ভাবে দখলে নেয়ার পরিকল্পনার অংশ হিসেবে মঙ্গলবার ১৫ ফেব্রæয়ারী উচিতারবিল এলাকার নুর মোহাম্মদ নুরু, তার ছেলে রুহুল আমিন ও রুহুল কাদের এবং একই এলাকার আহামদ কবির বাগানে হানা দিয়ে ম্যালেরিয়া, বেলজিয়াম ও আকাশমনি জাতের পাঁচশত গাছ কেটে আগুন আগুন দিয়েছে।
পরদিন খবর পেয়ে ফাঁসিয়াখালী বন বিট কর্মকর্তার নেতৃত্বে উক্ত বন ভুমিতে অভিযান চালিয়ে বন খেকোদের উচ্ছেদ করা হয়েছে এবং কর্তন কৃত গাছ গুলো জব্দ করা হয়েছে।
ফাসিয়াখালী বনিিবট কর্মকর্তা আবুল হোসেন বলেন, বনায়নের গাছ কেটে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বাগানের গাছ কেটে ও আগুন লাগিয়ে বাগান পুড়িয়ে দেওয়ার ঘটনায় উপকার ভোগী মালিক শারমিন জন্নাত ফেন্সি বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করবেন বলে নিশ্চিত করেছেন। ##