চকরিয়ায় সহোদরকে কুপিয়ে জখম

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়ায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে মানিকপুর নতুনবাজারের একটি চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে। আহত দুই ভাইকে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, গোলাম মোস্তফা বাদশা (৪৮) ও তার ছোট ভাই আবু জাহেদ (৩২)। তারা সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের উত্তর মানিকপুর জমিদার পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে। আহতদের স্বজনরা জানায়, জমি নিয়ে দীর্ঘদিন পূর্বে স্থানীয় জাফর আলমের সাথে বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে গতকাল শুক্রবার চায়ের দোকানে বসা অব¯’ায় জাফর আলমের নেতৃত্বে ৭-৮জন লোক অতর্কিত হামলা চালিয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে দুই ভাইকে আহত করে। রাত ৮টা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি। ##