চকরিয়ায় শাশুড় বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

চকরিয়া প্রতিনিধি :
চকরিয়ায় শাশুড় বাড়ির বসতঘরের চালার বিমের সাথে ঝুলন্ত অবস্থায় নয়ন মনি রোহানা (২৫) নামের গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের রংমহল এলাকার বসতবাড়ি থেকে তার লাশটি উদ্ধার করেন। গৃহবধুর মৃত্যুর ঘটনাটি শাশুড় বাড়ির লোকজন গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে দাবি করলেও বাপের বাড়ির লোকজনের অভিযোগ তাকে পরিকল্পিত হত্যা করে লাশ বসতঘরের চালার বিমের সাথে ঝুঁেল রাখা হয়েছে। এদিকে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘটনা সত্যতা নিশ্চিত করেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন।
স্থানীয় লোকজন জানান, ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকার আবদুল গফুর মিস্ত্রীর ছেলে রমজান আলীর সাথে প্রেমের সম্পর্কের জেরে দুই পরিবারের সম্মতিক্রমে প্রায় সাত বছর আগে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয় একই ইউনিয়নের উলুবনিয়া গ্রামের শাহাব মিয়ার মেয়ে নয়ন মনি রোহানার সাথে। বিয়ের পর তাদের সংসার স্বাভাবিক ভাবে চলছিল এবং বর্তমানে তাদের ঘরে ৬ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
শ^শড় বাড়ির লোকজন জানান, বুধবার রাতে রোহানা তাঁর ৬ বছরের ছেলেকে নিয়ে বসতঘরের কক্ষে একা দরজাবদ্ধ করে ঘুমিয়ে পড়ে। পরদিন বৃহস্পতিবার সকালে ঘুম থেকে না উঠার কারনে পরিবারের সবাই বাইর থেকে অনেক ডাকাডাকি করে। এক পর্যায়ে ঘরের কক্ষের দরজা ভেঙ্গে ভেতরে ঝুলন্ত অবস্থায় রোহানার মৃতদেহ দেখতে পায় শাশুড় বাড়ির লোকজন। তাৎক্ষনিক শ^শড় বাড়ির লোকজন ঘটনাটি স্থানীয় ইউপি সদস্য নুর নেওয়াজ বেগম ও জসিম উদ্দিনকে জানান। পরে তাঁরা বিষয়টি থানা পুলিশে খবর দেয়।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চকরিয়া থানার এসআই জুয়েল চৌধুরীসহ পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছে বসতঘরের চালার তীরে (বিম) ঝুলন্ত অবস্থা থেকে গৃহবধুর রোহানার মৃতদেহটি উদ্ধার করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, লাশটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উদ্ধারের সময় লাশের দুই পায়ে কালচে দাগ দেখা গেছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।