এম.জিয়াবুল হক,চকরিয়া : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কক্সবাজার মহকুমা ছাত্র ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা, কক্সবাজার সরকারী কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাবেক ভিপি ও সাবেক সভাপতি জননেতা ইদ্রিস আহমেদ আর নেই। গতকাল ৫ ডিসেম্বর বাদে আছর মরহুমের গ্রামের বাড়ি চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের স্থানীয় মসজিদ মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের নামাজে জানাযায় কক্সবাজার জেলা, চকরিয়া, পেকুয়া,মাতামুহুরী উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, আলেম, সাংবাদিক, ব্যবসায়ী সমাজ, আইনজীবি ও এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহন করেন। মরহুম ইদ্রিছ আহমদ কক্সবাজারের অন্যতম তারকা মানের হোটেল কল্লোল ইন্টারন্যাশনালের মালিক। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ সংস্কার মুলক কাজে সম্পৃক্ত ছিলেন। তাঁর জামাতা চকরিয়া পেকুয়া আসনের জাতীয় পাটি থেকে নির্বাচিত এমপি হাজি মোহাম্মদ ইলিয়াছ। মরহুমের ছেলে আশরাফ আহমদ কক্সবাজার জেলা যুবলীগের বর্তমান কমিটির অর্থসম্পাদক #