চকরিয়ায় মীনা দিবস পালিত

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

এম.জিয়াবুল হক : “মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে মীনা দিবস ২০১৯। প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় চকরিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

তারআগে র‌্যালীটি উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান। এরপর বেলা ১১টার দিকে মধ্য চকরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলশান আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আদর্শ শিক্ষার্থী গঠনের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কাদের, আবু জাফর ও শাহরিয়ার সোলতানা প্রমুখ। সভায় বক্তারা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষকদেরকে বিশেষভাবে আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ জাফর আলমের সহ-ধর্মীনি শাহেদা জাফর, চকরিয়া উপজেলা ও পৌরসভা এলাকার ১৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বিদ্যালয় সমুহের বাংলা ও ইংরেজি বিষয়ের উপর পাঠদানকারী সহকারী শিক্ষকগন এবং ইউনিয়ন পর্যায়ের কয়েকজন শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে মীনা দিবসের অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতায় অংশ নেয়া বিজয়ী কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলশান আক্তার এবং অন্যান্য অতিথিরা।##