এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলার মহাসড়কের সবজি বোঝাই অটোরিকশা গাড়ি উল্টে মো শহিদুল করিম (২৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা এগারটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হাঁসেরদিঘি বাজার এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা। নিহত শহিদুল করিম উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫নং ওয়ার্ড উত্তর পাড়া এলাকার মরহুম মমতাজ আহমদের ছেলে এবং সবজি ব্যবসায়ী বলে নিশ্চিত করেছেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নুরুল আমিন।
প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, বুধবার বেলা এগারটার দিকে চকরিয়া উপজেলা সদরের চিরিঙ্গা বাজারের আড়ত থেকে শহিদুল করিম একটি সিএনজি অটোরিক্সা যোগে সবজি নিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ডুলাহাজারা বাজারে যাচ্ছিলেন।
ওইসময় অটোরিকশাটি মহাসড়কের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদিঘি বাজার অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় চালক লাফ দিয়ে প্রাণেরক্ষা পেলেও সবজি ব্যবসায়ী শহিদুল করিম অটোরিকশার চাপা পড়ে।
এরপর ঘটনাস্থলে উপস্থিত আশপাশের লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যবসায়ীকে মৃত্যু ঘোষণা করেন। #