চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোর নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়ায় বসতবাড়ির বিদ্যুৎতের তার তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইমাম হোসাইন ইমন (১৪) নামের এক কিশোর নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল ৩ টারদিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের উত্তর বুড়িপুকুর এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত ইমাম হোসাইন ওই এলাকার মুহাম্মদ মনুর আলমের ছেলে। চিরিংগা ইউপি চেয়ারম্যান আলহাজ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চিরিংগা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, শনিবার বিকেলের দিকে ঝড়ো বাতাসের সময় নিহত নির্মাণ শ্রমিকের পাশ্ববর্তী বসতঘরে বিদ্যুৎতের তার মাটিতে পড়ে যায়। বিদ্যুতের তারটি নিহত হওয়া ইমাম হোসাইন ইমন তুলে দিতে গেলে সে এসময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান বলে জানান পরিবারের সদস্যরা।
আজ ৭জুলাই রোববার সকাল ৯ঘটিকায় উত্তর বুড়িপুকুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে নিহত নির্মাণ শ্রমিকের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন।#