চকরিয়ায় বাড়ি-ভিটার জায়গা দখলের হামলা-ভাংচুর ; শিক্ষার্থীসহ আহত-৩

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জায়গা জবর-দখলে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে বাঁধা দিতে গেলে হামলায় বিধবা এক নারী, কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ তিনজনকে বেদড়ক মারধর করে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১এপ্রিল) সকালের দিকে ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডস্থ বাক্কার পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, বিএমচর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডস্থ বাক্কার পাড়া এলাকার মৃত কামাল উদ্দিনের স্ত্রী শামসুন নাহার (৫০), তার ছেলে লোহাগাড়া মোস্তফিজুর রহমান কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী নুরশেদুল আলম (১৯), তার বড় ভাই মুছলেম উদ্দিন (২৫)।

অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার বিএমচর ইউনিয়নের বাক্কার পাড়া এলাকার মৃত কামাল উদ্দিনের স্ত্রী শামসুন নাহার তার স্বামীর মৃত্যুর পূর্ব থেকে পরিবারে সদস্য নিয়ে স্বামীর পৈত্রিকসূত্রে প্রাপ্ত দখলীয় বসতভিটায় দীর্ঘকাল যাবত ভোগদখল করে বসবাস করে আসছিল। স¤প্রতি সময়ে তার বসতভিটার সীমানার জায়গা ও চলাচল পথের জায়গা জবর-দখল চেষ্টায় মেতে উঠেছে ওই এলাকার মৃত কালু মিয়া’র ছেলে মোজাহের আহমদ, তার ভাই শামসুল আলম, গুরামিয়া, গোলাম কাদের ছেলে আলী আহমদসহ তাদের আত্বীয়রা। বিধবা শামসুন নাহার স্বামী মারা যাওয়ার সুবাধে অভিযুক্তরা তার দীর্ঘদিনের ভোগদখলীয় জায়গায় জোরপূর্বক জবর-দখলের চেষ্টা চালালে কামাল উদ্দিনের স্ত্রী শামসুন নাহার বাদী হয়ে ওই এলাকার মোজাহের আহমদ তার ভাই শামসুল আলম ও তাদের ছেলেসহ দশজনের নাম উলে­খ করে গত ২৫ মার্চ ২০২১ইং তারিখে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) কক্সবাজার এর আদালতে ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারা মতে একটি এম,আর মামলা (নং-৯০৪/২০২১) দায়ের করেন।আদালত বিষয়টি আমলে নিয়ে এসিল্যান্ড চকরিয়াকে বিরোধীয় জায়গার সরেজমিন তদন্তপূর্বক মতামতসহ রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেন। সেই সাথে বিরোধীয় জায়গায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি’কে) নির্দেশনা দেন।

বিরোধীয় জায়গা নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করার পর ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত আসামীরা আরো বেপরোয়া হয়ে গত ৩১মার্চ বিকালে মোজাহের আহমদ ও তার ভাইদের নেতৃত্বে জবর-দখল চেষ্টা চালায়। এতে বসতভিটায় প্রবেশ করে বাড়ির ঘেরা-বেড়া ভাংচুর করে কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে মারধর করে। এনিয়ে ঘটনার দিন রাতে চকরিয়া থানায় ৪জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শামসুন নাহার।

ভূক্তভোগী ও মামলার বাদী শামসুন নাহার অভিযোগে আরও জানান, তার স্বামীর পৈত্রিক সূত্রেপ্রাপ্ত বসতভিটার জায়গায় স্থাপনা নির্মাণ করে দীর্ঘকাল ধরে ছেলে-মেয়ে নিয়ে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে থাকার পরও স্থানীয় প্রভাবশালী মহলের ইন্দনে বৃহস্পতিবার সকালে আমার ভোগদখলীয় জায়গায় অস্ত্র-শস্ত্র নিয়ে রিদুয়ান, মিনহাজ, গুরামিয়া, সাগর, কফিল উদ্দিনের নেতৃত্বে ১০/১২ জন আদালতের আদেশ অমান্য করে বসতভিটায় অনুপ্রবেশ করে পনরায় জায়গা জবর-দখল চেষ্টা চালায়। এসময় বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা আমাকে ও আমার কলেজ পড়ুয়া ছেলেসহ দুই সন্তানকে বেদড়ক মারধর করে গুরুতর আহত করা হয়। এ ঘটনায়ও মামলার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী শামসুন নাহার জানায়।

চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, আদালতের নির্দেশনা অমান্য করে জায়গা জবর-দখলের হামলার ঘটনার বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া বলে।##