এম.জিয়াবুল হক : চকরিয়ায় করোনা আক্রান্ত গার্মেন্টসকর্মীর বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কাচারিপাড়া এলাকায় বাড়িটি লকডাউন করেছেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন।
জানা গেছে, করোনা আক্রান্ত সাঈদুল ইসলাম চকরিয়া উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদিঘীর কাচারিপাড়া এলাকার আবদুল মতলবের ছেলে। তিনি পেশায় গার্মেন্টস কর্মী। চট্টগ্রামের ইপিজেডে একটি গার্মেন্টস কারখানায় চাকরি করতেন তিনি।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ বলেন, গত ৮ এপ্রিল সাঈদুল ইসলাম চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন। এরপর তিনি বাড়িতে জ্বর ও গলাব্যথায় ভুগছিলেন। বিষয়টি জানার পর রোববার তাকে হাসপাতালে নিয়ে আসি। পরে তার নমুনা সংগ্রহ করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে সোমবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
তিনি বলেন, তার রিপোর্টের বিষয়টি উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে জানিয়েছি। এরপর ওই রোগীর বাড়ি লকডাউনের ব্যবস্থা করে প্রশাসন।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন বলেন, করোনা আক্রান্ত রোগীর বাড়ি লকডাউন করা হয়েছে। ওই ব্যক্তি কার কার সংস্পর্শে গিয়েছে তা জানার চেষ্টা করছি। এব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষথেকে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়া হচ্ছে। ##