চকরিয়ায় বন্যা হতে জানমাল রক্ষায় বেড়িবাঁধ প্রকল্প

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের জনগনকে বন্যার তান্ডব থেকে রক্ষা করতে বেড়িবাঁধ উপহার দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ। চলতিমাসে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর এমপির তাৎক্ষনিক নির্দেশে মাতামুহুরী নদীর সুরাজপুর অংশে দুই কিলোমিটার নতুন বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজিমুল হক আজিম তুলে ধরেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছের কাছে। জনগনের জন্য মাতামুহুরী নদীর সুরাজপুর অংশে নতুন বেড়িবাঁধ নির্মাণ অবশ্যই জরুরী সরেজমিনে তা দেখে তাৎক্ষনিক এমপি ইলিয়াছ বরাদ্দ দেন ১৫ লাখ টাকা। এমপির নির্দেশে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর ওই এলাকায় নতুন বেড়িবাঁধ নির্মাণে একটি প্রকল্প গ্রহন করেন।
চলতি ডিসেম্বর মাসের প্রথমদিকে শুরু করা হয় মাতামুহুরী নদীর তীর এলাকায় দুই কিলোমিটার নতুন বেড়িবাঁধ নির্মাণ কাজ। দুই সপ্তাহের মধ্যে সমাপ্ত করা হয় নতুন বেড়িবাঁধ নির্মাণ কাজ। গতকাল সোমবার ২৫ ডিসেম্বর সকালে নির্মিত দুই কিলোমিটার বেড়িবাঁধের কাজ পরিদর্শন করেছেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, স্থানীয় সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজিমুল হক আজিম, কাকারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান, উপজেলা জাতীয় পাটির সভাপতি গিয়াস উদ্দিন মেম্বার, এমপির সহকারি মো.নাজিম উদ্দিন, প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম কাজলসহ পরিষদের সকল সদস্য এবং এলাকার সুধীজন।
সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, প্রতিবছর বর্ষাকালে মাতামুহুরী নদীতে পাহাড়ি ঢলের পানি নামলে প্রথমে আঘাত করে আমার ইউনিয়নে। বিশেষ করে বর্ষাকালে বন্যার তান্ডবে নদীর তীর উপচে বানের পানি ঢুকে পড়ে লোকালয়ে। তাতে ইউনিয়নের সুরাজপুর অংশের সাত গ্রামের মানুষের দুর্ভোগের পাশপাশি ব্যাপক ক্ষতির শিকার হতো গ্রামবাসি। তিনি বলেন, জনগনের দুর্ভোগের বিষয়টি সম্প্রতি সময়ে স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করা হলে তিনি তাৎক্ষনিক মাতামুহুরী নদীর সুরাজপুর অংশে নদীর তীরে দুই কিলোমিটার নতুন বেড়িবাঁধ নির্মানে অর্থবরাদ্দ দেন। এখন দুই কিলোমিটার নতুন বেড়িবাঁধ নির্মাণের ফলে আমার ইউনিয়নের সাত গ্রামের অন্তত ২০ হাজার মানুষ নিরাপদে বেঁচে থাকার স্বপ্ন দেখতে শুরু করেছেন।
হাজি মোহাম্মদ ইলিয়াছ এমপি বলেন, জনপ্রতিনিধিদের কাজ জনগনের সেবা করা। অবহেলিত জনপদকে উন্নয়নের মাধ্যমে জনকল্যানে সচল রাখা। সেই আলোকে আমি চকরিয়া-পেকুয়া উপজেলার প্রতিটি জনপদে বিগত সময়ে সাধ্য মতো উন্নয়ন কাজ তরান্বিত করেছি। তিনি বলেন, মাস আগে সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান বন্যার তান্ডবে তাঁর ইউনিয়নে জনদুর্ভোগের বিষয়টি আমাকে অবহিত করেন। তাৎক্ষনিক আমি মাতামুহুরী নদীর সুরাজপুর অংশে দুই কিলোমিটার নতুন বেড়িবাঁধ নির্মাণে প্রয়োজনীয় অর্থবরাদ্দ নিশ্চিত করি।