এম.জিয়াবুল চকরিয়ায় বজ্রপাতে ছৈয়দ আহমদ (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকালে উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া নোয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে। ছৈয়দ আহমদ ওই এলাকার আবদুস সোবাহানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে নিজ ক্ষেতে কাজ করছিলেন ছৈয়দ আহমদ। এসময় বৃষ্টিসহ বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যান কৃষক ছৈয়দ আহমদ। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে চকরিয়া শহরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল বলেন, বজ্রপাতে নিহতের ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অববগত করানো হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ছাড়াও তাৎক্ষণিকভাবে যাতে তারা দাফন-কাফন করতে পারে সেজন্যও সহায়তা করা হবে।##