এম.জিয়াবুল হক,চকরিয়া : ডুলাহাজারা ইউনিয়নের সাবেক চ্যেয়ারম্যান, বৃহত্তর চকরিয়া উপজেলা আওয়ামিলীগের সাবেক সভাপতি এবং বর্তমান কক্সবাজার জেলা আওয়ামিলীগের উপেদেষ্টা কামাল হোছাইন গত ৭ই এপ্রিল আমেরিকার একটি হাসপাতালে মৃতুবরণ করেন।
পরবর্তিতে তাঁর পরিবার প্রয়াত চেয়ারম্যান কামাল হোসেনের স্মৃতি রক্ষার্থে সিদ্ধান্ত নিলেন কামাল হোছাইন চ্যেয়ারম্যেনের নামে একটি ট্রাস্ট গঠন করেন। কামাল হোসেনের পরিবার থেকে জানানো হয় এই ট্রাস্টের যাবতীয় খরচ পরিবারের অর্থায়নে চলবে এবং পরিচালনাও করবেন কামাল হোসেনের দুই ছেলে মিনহাজ হোছাইন এবং হাছিব হোছাইন ।
ট্রাস্ট সম্পর্কে জানতে চাইলে দুইভাই জানান ,তাদের মূল উদ্দেশ্য তাদের পিতার মত এই ট্রাস্ট দ্বারা সামাজ সেবা করা। চারপাশে এমন অনেক হাজার হাজার মানুষ আছে যারা অসহায় কিন্তু তাদের প্রতি নজর দেওয়ার কেউ নেয়। মূলত সেই সকল মানুষদের পাশে থাকার জন্য তাদের এই উদ্যেগ।
ট্রাস্টের কর্মসুচির শুরুতে গতকাল শুক্রবার দু:স্থ মানুষের মাঝে খাদ্য ও ইফতার বিতরণ করা হয়েছে। এদিন ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক গরীব ও দু:স্থ পরিবারের নারী-পুরুষের হাতে মাহে রমজান উপলক্ষে ট্রাস্টের পক্ষথেকে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।