চকরিয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও গাড়ি বিতরণ করলেন এমপি জাফর আলম

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

এম.জিয়াবুল হক : শারিরীকভাবে অচ্ছল ও সমাজের নানাভাবে পিছিয়েপড়া মানুষের কল্যাণে আবারও আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে কক্সবাজারের চকরিয়ার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন পিস ফাইন্ডার। ‘শান্তিতে আমরা সবার পাশে’ স্লোগানে এবার সংগঠনটির পক্ষ থেকে দুই কন্যাশিশু, এক নারীসহ ৫ জন প্রতিবন্ধীকে একটি করে হুইল চেয়ার এবং, একজনকে জীবিকা নির্বাহে নতুন গাড়ি ও অপর এক নারীর (প্রতিবন্ধীর স্ত্রী) হাতে তুলে দেওয়া হয়েছে সেলাই মেশিন। এতে এসব প্রতিবন্ধীর চলাচলের দুঃখ ঘুচল।
গতকাল দুপুরে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা থানা রাস্তার মাথাস্থ সিস্টেম চকরিয়া কমপ্লেক্স চত্বরে এসব হুইল চেয়ার ও সেলাই মেশিন উপকারভোগী প্রতিবন্ধীদের হাতে তুলে দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য ও পেকুয়া উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবু হেনা মোস্তাফা কামাল, জেলা আওয়ামীলীগের সদস্য ও চকরিয়া বর্ণমালা একাডেমী স্কুলের চেয়ারম্যান আমিনুর রশিদ, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবুল কাসেম, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সাংবাদিক ছোটন কান্তি নাথ, উপজেলা যুবলীগের অর্থসম্পাদক আজিজুল হক। এছাড়াও পিস ফাইন্ডারের প্রতিষ্ঠাতা সমাজকর্মী আদনান রামিম, সদস্য জিয়াউদ্দিন জিয়া, স্বাধীন মঞ্চের মাসরুর আহমদ, মাহফুজুল আলম কুতুবী, আনিসুর রহমান, মিফতাহ উদ্দিন আহমদ, আজহারুল ইসলাম সোহাগ, আনোয়ার হোসেন, কফিল উদ্দিন সিকদার, অহিদুজ্জামান, সুমন দাশ, নাদিম এলাহী জনসহ সংগঠনের বিভিন্ন শাখার সদস্যরা।
পিস ফাইন্ডারের প্রতিষ্ঠাতা আদনান রামিম জানান, প্রতিবছর সংগঠনটির পক্ষ থেকে উপজেলার প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী শিশু, নারী ও পুরুষদের শনাক্তপূর্বক যাচাই-বাছাই করা হয়। সেখান থেকে পর্যায়ক্রমে হুইল চেয়ার প্রদান করা হয়। এবছর একজন প্রতিবন্ধীর নারীকে, একজন পুরুষ প্রতিবন্ধিকে দোকান করার উপযোগী একটি গাড়ি ও তিন শিশুকে হুইল চেয়ার দেয়া হয়েছে। এছাড়াও প্রতিবছর শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণসহ নানা সামাজিক ও স্বেচ্ছাসেবীমূলক কাজ করছে পিস ফাইন্ডার।
অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি জাফর আলম বলেছেন, ফিস ফাইন্ডারের প্রতিবন্ধীপ্রেম দেখে আমি মুগ্ধ। সংগঠনটি প্রতিবন্ধীর পাশে দাঁড়িয়ে মানবতার কাজ করেছে। ‘পিস ফাইন্ডারের রামিমের মতো তরুণ-যুবকেরা যদি এভাবে এগিয়ে আসে তাহলে আমাদের সমাজ তথা পুরো বাংলাদেশ একটি রোল মডেল হয়ে উঠবে।’
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের গৃহিত একাধিক উন্নয়ন প্রকল্পে দৃশ্যমান হচ্ছে চকরিয়া-পেকুয়ার প্রতিটি জনপদ। আমরা চাই আগামীতে সবার জন্য বৈষম্যহীন স্বনির্ভর চকরিয়া-পেকুয়া বির্নিমানে। এটি অর্জন করতে হলে সবার আগে সমাজের অচ্ছল ও নানাভাবে পিছিয়েপড়া মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। #