চকরিয়ায় পারিবারিক কলহে স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের করমুহুরী পাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সাথে অভিমান করে কীটনাশক পানে আত্মহত্যা করেছে দুই সন্তানের জনক মো. আব্বাস উদ্দিন (২৮) নামের দিনমজুর স্বামী। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজ বাড়িতে বিষপান করার পর ওইদিন রাত ১০টার দিকে চকরিয়া উপজেলার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্বাস উদ্দিন। নিহত আব্বাস উদ্দীন ইউনিয়নের করমুহুরী পাড়া গ্রামের মো. শফির ছেলে বলে নিশ্চিত করেছেন স্থানীয় হারবাং ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান মিরানুল ইসলাম।
পারিবারের বরাত দিয়ে হারবাং ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান মিরানুল ইসলাম বলেন, বেশকিছুদিন ধরে পারিবারিক কলহ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে আব্বাস। এসময় বাড়ির লোকজন তাকে চকরিয়া উপজেলা সদরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যায় আব্বাস।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।##